বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অধীণে বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্য়ালয়,জেলা পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্তৃক পরিচালিত হয়ে থাকে উপজেলা ভূমি অফিস। সহকারী কমিশনার(ভূমি), উপজেলা ভূমি অফিসের দায়িত্বে থাকেন। প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা ভূমি অফিস অবস্থিত। সিটি কর্পোরেশন এলাকায় একাধিক উপজেলা ভূমি অফিস থাকে যা সার্কেল ভূমি অফিস নামে পরিচিত। ২৮৩.৪০ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট কালকিনি উপজেলায় মোট মৌজা আছে ১৬০ টি। পৌর ভূমি অফিসসহ মোট ১৫ টি ইউনিয়ন ভূমি অফিস আছে। ইউনিয়ন গুলো হলোঃ-কালকিনি পৌর,ডাসার,নবগ্রাম,বালীগ্রাম,গোপালপুর,কাজীবাকাই,সিডিখান,শিকারমঙ্গল,আলীনগর,লক্ষীপুর, রমজানপুর, কয়ারিয়া,সাহেবরামপুর,বাশঁগাড়ী ও এনায়েতনগর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS