সিটিজেন চার্টার
ক্রমিক | যে সমস্ত সেবা দেয়া হয় | যে সকল কাগজপত্র দাখিল করতে হবে | ফিসের পরিমান | সময়সীমা | পদ্ধতি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ |
০১ | নামজারী ও জমাভাগ/মিউটেশন | ক) ৫ (পাচ) টাকার কোর্ট ফি যূক্ত নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। খ) জমির মূল দলিলের সত্যায়িত কপি। গ) রেকর্ডীয় মালিকানা খতিয়ানের সত্যায়িত কপি (সর্বশেষ খতিয়ানসহ)। ঘ) ওয়ারিশ কায়েম সনদ (ক্ষেত্র বিশেষ)। ঙ) ফারায়েজ পত্র (ক্ষেত্র বিশেষ)। | কোর্ট ফি ৫/- নোটিশ ফি ২/- রেকর্ড সংশোধন ফি ২০০/- প্রতিকপি মিউটেশন ফি ৪৩/-
| ৪৫ দিন | ৩ নং কলামে বর্ণিত কাগজপত্রসহ সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন দাখিল করতে হবে। |
মোট ২৫০/- | |||||
০২ | ভূমিহীনদের মধ্যে খাসজমি বন্দোবস্ত | ক) নির্ধারিত ফর্মে আবেদনপত্র। খ)০৪ (চার) পিপি সাইজ ছবি। (সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার/ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত) গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত ভূমিহীণ সনদ। | লাগে না | ৬০ দিন | ৩ নং কলামে উল্লেখিত কাগজপত্রসহ উক্ত নথি ২১ দিনের মধ্যে ইউ,এন,ও বরাবরে প্রেরণ। জেলাপ্রশাসক মহোদয় কর্তৃক অনুমোদনান্তে কবুলিয়ত সম্পাদন। |
০৩ | হাট বাজারে ভূমি/দোকান/চান্দিনা ভিটি বন্দোবস্ত | ক) নির্দিষ্ট ফর্মে ৫ টাকার কোর্ট ফি যূক্ত আবেদন্। খ) ট্রেড লাইসেন্স (সত্যায়িত কপি)। গ) নাগরিকত্ব সনদপত্র। | কোর্ট ফি ৫ টাকা। | ৬০ দিন | ৩ নং কলামে বর্ণিত কাগজপত্রসহ সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন দাখিল করতে হবে। |
০৪ | মিউটেশন ও মিসকেসের সহিমুহুরী নকল সরবরাহ | সাদা কাগজের আবেদনের সাথে প্রয়োজনীয় সংখ্যক ফলিও। | কোর্ট ফি ৫ টাকা। | ৭ দিন | ঐ |
০৫ | ভিপি সম্পত্তি নবায়ন | ক) সাদা কাগজে ভি,পি সম্পত্তির তপসিল উল্লেখপূর্বক আবেদনপত্র। খ) পূর্বে নবায়নকৃত ডিসিআর এর ফটোকপি। | কোর্ট ফি ৫ টাকা। | ১ দিন | ঐ |
০৬ | অভিযোগ | নিদির্ষ্ট অভিযোগ উল্লেখপূর্বক অভিযোগকারীর স্বাক্ষরযূক্ত আবেদনপত্র। | কোর্ট ফি ৫ টাকা | যত দ্রুত সম্ভব | যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। |
Ø প্রয়োজনে যোগাযোগ করুন:-
সহকারী কমিশনার (ভূমি) কালকিনি,মাদারীপুর। ০৬৬২২-৫৬১৩১ | উপজেলা নির্বাহী অফিসার কালকিনি,মাদারীপুর। ০৬৬২২-৫৬১০১ | অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মাদারীপুর। ০৬৬১-৬২৪৫৮ | জেলা প্রশাসক মাদারীপুর। ০৬৬১-৬২৭৭৭ |
ক্রমিক | পদের নাম | বরাদ্দকৃত পদ | পদায়নকৃত পদ | শূণ্য পদ | মন্তব্য |
০১ | সহকারী কমিশনার (ভূমি) | ১ | -- | ১ অত্র উপজেলা ইউএনও দায়িত্বে রয়েছেন। | অত্রাফিসে ২ জন ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা প্রেষণে নিয়োজিত আছেন। |
০২ | কাণুনগো | ১ | -- | ১ | |
০৩ | প্রধান সহকারী ও হিসাব রক্ষক | ১ | -- | ১ | |
০৪ | নাজির-কাম-ক্যাশিয়ার | ১ | -- | - | |
০৫ | সার্ভেয়ার | ১ | ১ | -- | |
০৬ | অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর | ১ | ১ | ১ | |
০৭ | সার্টিফিকেট সহকারী | ১ | ১ | -- | |
০৮ | ক্রেডিট চেকিং-কাম-সায়রাত সহকারী | ১ | ১ | অত্র উপজেলা নির্বাহী অফিস এ প্রেষণে নিয়োজিত আছেন। | |
০৯ | প্রসেস সার্ভার | ২ | ১ | ১ | |
১০ | অফিস সহায়ক | ২ | ২ | -- | |
১১ | Chainman | 2 | 1 | 1 |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস